ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।।কার্যকরি কমিটির জরুরি সভা মঙ্গলবার। রাজ্য ভলিবল সংস্থার। ওই দিন সন্ধ্যা ৫ টায় উমাকান্ত আকাদেমি সংলগ্ন রাজ্য ভলিবল সংস্থার অফিস বাড়িতে হবে সভা। তাতে ৮ অক্টোবর পূর্বোত্তর ভলিবল সংস্থার নির্বাচনে অংশগ্রহণ এবং ভলিবল ফেডারেশনের নির্বাচনে ২ জন প্রতিনিধি অংশগ্রহণের ব্যাপারে আলোচনা হবে। সভায় যথাসময়ে কার্যকরি কমিটির সকল সদস্য এবং সদস্যাদের উপস্থিত থাকার জন্য রাজ্য ভলিবল সংস্থার কার্যকরি সচিব চন্দন সেন অনুরোধ করেছেন।
2023-10-02

