নিম্নচাপে টানা ভারী বৃষ্টি, সতর্কতা নবান্নের, সতর্কতার নির্দেশ মমতার

কলকাতা, ২ অক্টোবর (হি স)। পশ্চিমবঙ্গের সাতটি জেলায় টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য দ্রুত সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জেলাগুলোর আধিকারিকদের সঙ্গে নবান্নে ভার্চুয়াল বৈঠক ডাকার নির্দেশ দিলেন তিনি।

সোমবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়, যে জেলাগুলোয় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই তালিকায় রয়েছে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর। নিম্নচাপটি রয়েছে ঝাড়খণ্ডের ওপর। আপাতত সেটি ওখানে থাকবে। এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চারটি জেলায় বুধবার পর্যন্ত টানা ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এ ছাড়া, বুধবার পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই রাজ্য জুড়ে বৃষ্টির এই দাপট। উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। জলপাইগুড়ি এবং কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।