মিলন দেবী স্মৃতি প্রাইজমানি মাস্টার্স ব্যাডমিন্টন সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর।। ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে অল ত্রিপুরা ফ্রেন্ডস ইউনিয়ন মিলন দেবী স্মৃতি প্রাইজমানি মাস্টার্স ডাবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবারে উদ্বোধনী অনুষ্ঠানের মতো আজ সোমবার সমাপনী তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল বেশ জাকজমকপূর্ণ। । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ টি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।  এদিকে, প্রতিযোগিতায় ৩০ ও ততোর্ধ বিভাগে এম এস রালতে ও টি সাইলো জুটি ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টে

অশ্বিনী কুমার ও গাঙ্গতে জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৪৫ ও ততোর্ধ বিভাগে সঞ্জীব কুমার সাহা ও সুমিত মজুমদার জুটি ২১-১৬, ২১-১৯ পয়েন্টে সুশান্ত রায় ও প্রদীপ্ত রায় জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ৫৫ ও ততোর্ধ বিভাগে বাবুল সাহা ও অঞ্জন রায় জুটি ২১-১৪ ও ২১-১৪ পয়েন্টে দেবাশীষ দাস ও দেবব্রত ভট্টাচার্য জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ।খেলা শেষে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবেই আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিশেষ করে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মানিক সাহা, বর্তমান সভাপতি প্রদীপ কুমার সাহা এবং চিফ রেফারি সুশোভন দত্ত মজুমদার প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুদিন ব্যাপী আয়োজিত এই টুর্নামেন্ট সাফল্যমন্ডিত হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সচিব রজত কান্তি সেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *