ক্যানিং, ২ অক্টোবর (হি. স.) অবৈধ ভাবে বাংলাদেশ ছাড়া এদেশে প্রবেশ করায় এক যুবককে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ রিপন। রবিবার রাতে ক্যানিং হাসপাতাল পাড়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রিপনকে বেআইনি ভাবে নিজের বাড়িতে রাখার অভিযোগে পীযূষ কান্তি নাথ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনকেই সোমবার আলিপুর আদালতে তুলেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, রিপনের সাথে ফেসবুকে পরিচয় হয় পীযুষের। বাংলাদেশের বরিশালের বাখেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা ঐ যুবক ছয় মাস আগেই ক্যানিংয়ে চলে আসেন পীযুষের কাছে। সেখানে থেকেই বিভিন্ন জায়গায় কাজের জন্য যোগাযোগ করছিলেন। টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও ছোট খাট কাজ করতে শুরু করেছিলেন। তবে তিনি বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে এসেছেন এবং থাকছেন সে বিষয়টি জানতে পারে পুলিশ। রবিবার পীযুষের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে থানায় এনে দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ। কিভাবে ওই যুবক পাসপোর্ট ছাড়াই এদেশে এসেছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।