কলকাতা, ২ অক্টোবর (হি স)। সোমবার দিল্লিতে সংসদ ভবনে তৃণমূল যে কারণে বিক্ষোভ দেখাল, ঠিক তার বিরোধিতায় বিধানসভায় বিক্ষোভ দেখাল বিজেপি। পশ্চিমবঙ্গে ১০০ দিনের টাকা নয়ছয়ের অভিযোগে সিবিআই তদন্ত দাবি তুলল বিজেপি।
বিধানসভা ভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ-সমাবেশ করেন। “মমতা-ভাইপোতন্ত্র, চোরেদের রানী মমতার নেতৃত্বে ডাকাতদের দলের লুটপাট এবং তৃণমূলের চোর, ডাকাতদের অন্যায়ের বিরুদ্ধে ”প্রতিবাদ জানান তাঁরা।
‘তৃণমূল মানে ১০০ দিনের টাকা চোর’, ‘চাকরি চোর পার্থ’, ‘কয়লা মাফিয়া সরকার আর নেই দরকার‘,‘ ইয়ে স্পিকারকা তানাশাহি নেহি চলেগি’, ‘চোর ধরো, জেল ভরো‘, ‘উই ওয়ান্ট সিবিআই’ প্রভৃতি শ্লোগান দেন সমবেতরা। তাঁদের অনেকের হাতে ছিল এসব লেখা পোস্টার।

