গাজিয়াবাদ, ১ অক্টোবর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছতা অভিযানের জন্যই ভারত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠছে । রবিবার উত্তর প্রদেশের গাজিয়াবাদে স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় মহাসড়ক প্রতিমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ডক্টর ভি কে সিং ।
রবিবার তিনি গাজিয়াবাদের শহীদ স্থল মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত স্বচ্ছতা অভিযানে অংশ গ্রহণ করেন। এই প্রচারাভিযানে সকলকে আহ্বান জানাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং নিজেই ঝাড়ু হাতে তুলে নেন। স্বেচ্ছাসেবক হয়ে ঝাড়ু দিয়ে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিয়ে সকলকে অনুপ্রাণিত করেন।
তিনি জানান, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। যেসব স্থানে জনসমাগম হয় সেখানকার মানুষদের মধ্যে সচেতনতা বেড়েছে। তারফলে ভারতও পরিষ্কার হয়ে উঠছে। এই কর্মসূচীর অধীনে সকলে মিলে শহীদ স্থলে একত্রিত হয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
এদিনের কর্মসূচিতে মেয়র সুনীতি দয়াল শহরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন। এই উপলক্ষ্যে রবিবার জেলাশাসক রাকেশ কুমার সিং এবং পৌর কমিশনার বিক্রমাদিত্য মালিক শহরের মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করেন। এই অভিযানে আজকে উপস্থিত ছিলেন, পৌর কর্পোরেশনের কর্মচারী, এনজিওর আধিকারিকরা এবং স্বেচ্ছাসেবকরা।

