গরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিল সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব ইডির

বোলপুর, ১ অক্টোবর (হি. স.) : ফের গরু পাচার মামলায় তৃণমূল কাউন্সিল সহ এক আইনজীবী ও পৌরসভার দুই কর্মীকে তলব ইডির৷ ৩ অক্টোবর তাদের দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

২২ সেপ্টেম্বর গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারী। ইডির হাতে গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি ছিলেন তিনি। তাঁর জামিনের পরেই অনেকেই অনুব্রতর জামিনের আশার আলো দেখেছিল৷

কিন্তু, নতুন করে গোরু পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলা রায়কে তলব করল ইডি। এই ওয়ার্ডের ভোটার খোদ তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

পাশাপাশি, বোলপুরের এক আইনজীবী গৌতম হাটি, বোলপুর পৌরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহন বিভাগের কর্মী কাজল মণ্ডলকে তলব করা হয়েছে। ৩ অক্টোবর ৪ জনকেই দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সম্পত্তি ক্রয়ের একাধিক জায়গায় এই ৪ জনের যুক্ত থাকার নথি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে। বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর সহ বহু সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে।