নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ১লা অক্টোবর : রবিবার সকালে ঋষ্যমুখ ব্লক এলাকায় কৈলাশ নগর এডিসি ভিলেজ এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক জনজাতি গৃহবধূর। মৃতার নাম মৌসুমী ত্রিপুরা(২৩)। স্বামীর নাম গোপাল ত্রিপুরা। মৌসুমী ত্রিপুরার স্বামীর বাড়ি পি আর বাড়ি থানার অধীনে ডিমাতলি। তার বাপের বাড়ি হলো কৈলাশ নগর নয়াবাড়ি এলাকায়। জানা গেছে, গত কয়েকদিন আগে মৌসুমী বাপের বাড়ি বেড়াতে এসেছিল। আজ সকালে নিজ বাড়ির উঠোনে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে সে। সাথে সাথে পরিবারের লোকজন মৌসুমীকে নলুয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর অভিযোগ, যদি না অতি শীঘ্র পাহাড় অঞ্চলগুলিতে হুক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা না হয় তবে এধরনের ঘটনা আরও ঘটবে। এলাকাবাসীর অভিযোগ, ঐ সব এলাকাগুলোতে প্রচুর হুক লাইন রয়েছে। ফলে সেখানে প্রতিনিয়ত বিদ্যুতের কারণে মৃত্যুর হাতছানি রয়েছে। মৌসুমী ত্রিপুরার মৃত্যুও এমন ঘটনা বলে দাবী এলাকাবাসীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
2023-10-01