খড়িবাড়ি, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : ভারত-নেপাল সীমান্তের এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পেট্রোলিংয়ের সময় পানিট্যাঙ্কির নিউ মার্কেট এলাকায় ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রোবেন বর্মন(২৩)। ধৃতের কাছ থেকে ৫২ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। রাতেই মাদকসহ ওই যুবককে এসএসবি খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক স্বীকার করে সে মাদক কারবারের সঙ্গে যুক্ত। মাদক পাচারের সময় এসএসবি তাকে ধরে ফেলে। শুক্রবার ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা করে খড়িবাড়ি পুলিশ শিলিগুড়ি আদালতে পাঠায়। মাদক পাচারে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।