নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেসের

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : গতি কমেছে নিয়োগ দুর্নীতির তদন্তে― এই দাবিতে শুক্রবার নিজাম প্যালেসে সিবিআই দফতরের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস।

বিক্ষোভকারীদের হাতে এ দিন ছিল বিভিন্ন শ্লোগান লেখা পোস্টার। তাঁদের তরফে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতা প্রদীপ ঘোষাল বলেন, গান্ধীমূর্তির নিচে বা অন্যত্র বঞ্ছিত চাকরিপ্রার্থীরা এতদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচিদের মিছিল নিজাম প্যালেসে এলো না। তাদের উচিত ছিল সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *