উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা থেকে ধৃত এক সন্দেহভাজন বাংলাদেশী

রুরকি, ২৭ সেপ্টেম্বর (হি.স) : উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার রুরকি কালিয়ার গোয়েন্দা বিভাগ এক সন্দেহভাজন বাংলাদেশীকে বুধবার গ্রেফতার করেছে। ওই বাংলাদেশী ভিসা ও পাসপোর্ট ছাড়াই কালিয়ারে বসবাস করছিল বলে অভিযোগ। সে দুদিন আগে কালিয়ারে আসে।

জিজ্ঞাসাবাদে সে নিজেকে গুজরাটের বাসিন্দা বলে দাবি করেছে। কড়া জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম শেখ আব্দুল রফিক। এসপি আরও জানিয়েছে, ধৃত ২০১২ সালে ভিসা ও পাসপোর্ট ছাড়াই গুজরাটে এসে থাকতে শুরু করে। মাত্র দুদিন আগে গুজরাট থেকে কালিয়ারে সে আসে। পুলিশ সন্দেহভাজন বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। এসপি দেহাত স্বপন কিশোর সিং জানিয়েছেন, সন্দেহভাজন এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, কালিয়ারে অবস্থিত দরগাহ সাবির পাকের বার্ষিক মেলা চলছে। সেজন্য পুলিশও পুরোপুরি সজাগ হয়ে নজরদারী চালাচ্ছে। বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এই মেলা দেখতে আসে। সেজন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *