মহীশূর, ২৬ সেপ্টেম্বর (হি.স.): গোটা দেশে বিজেপি-বিরোধী ঢেউ শুরু হয়েছে। দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তাঁর মতে, গোটা দেশে বিজেপি-বিরোধী ঢেউ শুরু হয়েছে। কারণ, গত ৯ বছরে তাঁরা (বিজেপি) শুধু রাজনীতি করেছে এবং সমাজকে ভেঙে দিয়েছে। উল্লেখ্য, এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার বিবৃতি জারি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএডিএমকে।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এদিন জোর দিয়ে বলেছেন, “বিগত ৯ বছর ধরে তাঁরা (বিজেপি) শুধু রাজনীতি করেছে এবং সমাজকে ভেঙে দিয়েছে। এই সত্য জানার পর অনেক দল পিছিয়ে গিয়েছে।”