কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। এশিয়ান গেমসে ভারতের কৃতিত্বে মঙ্গলবার ফের শুভেচ্ছা জানালেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন,“হাংঝুতে (চিন) চলমান ১৯তম এশিয়ান গেমসে ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ৩ দিনে ১৪টি পদক দাঁড়িয়েছে! টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জেতার জন্য অনুশ আগরওয়ালা, হৃদয় বিপুল ছেদা এবং দিব্যকৃতি সিং-এর ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত৷
গত ৪০ বছরে এটি অশ্বারোহীতে প্রথম স্বর্ণ। এছাড়াও, সেলিং-এ গার্লস ডিঙ্গি আইএলসিএ ৪ ইভেন্টে রৌপ্য জয়ের জন্য নেহা ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের উইন্ডসার্ফার আরএস – এক্স এ ব্রোঞ্জ পদক জেতার জন্য এবাদ আলীকে সাধুবাদ, এছাড়াও সেলিংয়ে। আপনার অসাধারণ সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।”