এশিয়ান গেমসে ভারতের কৃতিত্বে ফের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। এশিয়ান গেমসে ভারতের কৃতিত্বে মঙ্গলবার ফের শুভেচ্ছা জানালেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন,“হাংঝুতে (চিন) চলমান ১৯তম এশিয়ান গেমসে ভারতের অবিশ্বাস্য পদক সংগ্রহ অব্যাহত রয়েছে এবং ৩ দিনে ১৪টি পদক দাঁড়িয়েছে! টিম ড্রেসেজ ইভেন্টে ঐতিহাসিক স্বর্ণপদক জেতার জন্য অনুশ আগরওয়ালা, হৃদয় বিপুল ছেদা এবং দিব্যকৃতি সিং-এর ভারতীয় দলের জন্য অত্যন্ত গর্বিত৷
গত ৪০ বছরে এটি অশ্বারোহীতে প্রথম স্বর্ণ। এছাড়াও, সেলিং-এ গার্লস ডিঙ্গি আইএলসিএ ৪ ইভেন্টে রৌপ্য জয়ের জন্য নেহা ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের উইন্ডসার্ফার আরএস – এক্স এ ব্রোঞ্জ পদক জেতার জন্য এবাদ আলীকে সাধুবাদ, এছাড়াও সেলিংয়ে। আপনার অসাধারণ সাফল্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।”