নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৩০ দিনে ভারতের কূটনীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে-তে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। জি-২০- এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রচেষ্টায় ৬টি নতুন দেশ ব্রিকস-এ যোগ দিয়েছে।”
প্রধানমন্ত্রীর কথায়, “ভারত জি-২০ ইভেন্টকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে তা দেখে বিশ্ব অবাক। কিন্তু আমি মোটেও অবাক হই না। কারণ আপনাদের মত তরুণ শিক্ষার্থীরা যদি অনুষ্ঠানকে সফল করার দায়িত্ব নেন, তাহলে অবশ্যই সফল হবেন।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গত ৩০ দিনের সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই। এই বিবরণ আপনাদের নতুন ভারতের গতি এবং স্কেল বুঝতে সাহায্য করবে। ২৩ আগস্ট সবাই ভারতের মুন মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করছিল… সমগ্র বিশ্ব ভারতের কণ্ঠস্বর শুনেছিল, “ভারত চাঁদে পৌঁছেছে।” সেই দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। মুন মিশনের সাফল্যের পরপরই, ভারত নিজস্ব সৌর মিশন শুরু করেছিল। গত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে।”

