তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে ডেপুটি স্পিকারকে চিঠি, কী বলে বিজেপি

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। ধূপগুড়িতে তৃণমূলের জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাতে স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতে অন্যায় কিছু দেখছে না বিজেপি।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমি রাজভবনের প্রতিনিধি নই। রাজ্যপালের মুখপাত্রও নই আমি। রাজ্যপাল কি এক্তিয়ার বহির্ভূত কিছু করেছেন? রাজ্যপাল হয়তো মনে করেছেন, ডেপুটি স্পিকারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউসের প্রতি তাঁরও দায়বদ্ধতা রয়েছে। তাঁকেও যে আরও শৃঙ্খলাপরায়ণ হতে হবে, তার জন্যই হয়ত এই মর্যাদা দিয়েছেন।”

স্পিকারকে বাদ দেওয়া নিয়ে অন্য তত্ত্বও তুলে ধরেন শমীকবাবু। কটাক্ষের সুরে বলেন, “স্পিকারের তো দৃষ্টিশক্তির অভাব রয়েছে! কৃষ্ণ কল্যাণী, মুকুল রায়কেও এখনও বিজেপি বলে মনে করছেন। দেখতে বোধহয় একটু সমস্যা আছে ওঁর। কাকে শপথ গ্রহণ করাতে গিয়ে, কাকে করাবেন, পরে আবার চক্রান্তের গল্প উঠে আসবে। একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্যই হয়ত রাজ্যপাল স্পিকারকে ভরসা করতে পারেননি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *