ভোপাল, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য দ্রুত এগিয়ে চলেছে মধ্যপ্রদেশ। সোমবার ভোপালে আয়োজিত বিজেপি কর্মীদের মহাকুম্ভের সভা থেকে কংগ্রেস ও কমলনাথকে আক্রমণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কংগ্রেস মধ্যপ্রদেশকে ধ্বংস করে দিয়েছে। অসুস্থ রাজ্যে পরিণত করেছে মধ্যপ্রদেশকে।
এদিনের সভায় তিনি বলেন, এখনে ছিল না বিদ্যুৎ, না ছিল রাস্তাঘাট, না ছিল জলের ব্যবস্থা। আমাদের সরকার সব ব্যবস্থা করেছে। মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার পাশাপাশি আজ মধ্যপ্রদেশকে একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য দ্রুত এগিয়ে চলেছে। তিনি বলেছিলেন যে কমলনাথ এবং কংগ্রেসের সরকারের অধীনে রাজ্য সচিবালয়কে দুর্নীতির আস্তানায় পরিণত করা হয়েছিল। বন্ধ হয়ে গেল কৃষক ও কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনের দুই মাস বাকি আছে, দলকে সময় দিতে। শপথ নিন যে আপনি আপনার বুথ জয় করবেন।–হিদনুস্থান সমাচার / কাকলি