অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার বাড়িতে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব

রঙিয়া (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়ায় অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার বাড়িতে এসেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। ভবেশ কলিতার মাতৃ বিয়োগের খবর শুনে আজ সোমবার তাঁর বাড়িতে খোঁজ নিতে এসেছেন মুখ্যমন্ত্ৰী।

এখানে ভবেশ কলিতার মা সদ্যপ্রয়াত যমুনা ডেকার প্ৰতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি অৰ্পণ করেছেন তিনি। এর পর ঘরে বসে ভবেশের পরিবারবর্গের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

ভবেশ কলিতার বাড়ি থেকে বেরিয়ে তাঁর নির্বাচন ক্ষেত্র জালুকবাড়ির বেজেরায় যান মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। বেজেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনিৰ্মিত ভবন পরিদৰ্শন করেন তিনি। বেজেরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে আদৰ্শ বিদ্যালয় হিসেবে পুনর্নিৰ্মাণ করে বিদ্যালয়ের মহারজত জয়ন্তীতে একটি সুন্দর বিদ্যালয়গৃহ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী।