বাঁকুড়া, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : বিজেপি বিধায়ককের পর এবার রাস্তা সংস্কারের দাবী জানিয়ে দলবল নিয়ে অবরোধে নামলেন তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য মানিক মাজি। বাঁকুড়ার মেজিয়া শিল্পাঞ্চলের গ্রামীণ রাস্তাঘাটের যে বেহাল দশা হয়েছে তা কয়েক সপ্তাহ আগে ঝুড়ি কোদাল নিয়ে রাস্তা সারাইয়ের কাজ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শালতোড়ার বিধায়ক দম্পতি। এবার রাস্তার বেহাল দশার কারনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন শাসকদলেরই জেলা পরিষদ সদস্য মানিক মাজি।
এদিন তিনি কর্মী সমর্থক নিয়ে গঙ্গাজলঘাটি থানার ভদরা থেকে বড়শাল যাওয়ার রাস্তা অবরোধ করে একটি কারখানার পন্যবাহী যানবাহন গুলি আটকে রাখেন। মানিক মাজির দাবি ভদরা এলাকায় জিপিটি কাস্টিং লিমিটেড নামে যে কারখানা রয়েছে। তাদের মালপত্র নিয়ে ভারী ভারী যানবাহন চলাচলের ফলেই রাস্তার এই হাল হয়েছে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষকে রাস্তা সংস্কার করে দিতে হবে। তার দাবি এই রাস্তার কাজ পথশ্রী প্রকল্পে বেশ কিছুদিন ধরে চলছে। কিন্তু কারখানার গাড়ির চাপে তা ভেঙে পড়েছে। তাই এই রাস্তা কর্তৃপক্ষকে সংস্কার করে দিতে হবে। শাসকদলের নেতার এহেন প্রতিবাদে অভিসন্ধি খুঁজে পেয়েছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ।
তিনি বলেন তার গ্রামের বাড়ি গঙ্গাজলঘাটির কেলাই গ্রামে। সেকারনে তার গ্রামের রাস্তা সংস্কার করেনি পঞ্চায়েত সমিতি। বাধ্য হয়ে তিনি নিজের টাকা দিয়ে মোরাম ও ক্রাশার ডাস্ট নামিয়ে স্বামী স্ত্রী মিলে নিজেরাই রাস্তা সারাই করেছি। কিন্তু দুর্লভপুর-বড়জোড়া শিল্প করিডোরের ভদরা মোড় থেকে বড়শাল যাওয়ার বেহাল এই রাস্তা সংস্কারের ব্যপারে শাসক দলের নেতার নেতৃত্বে অবরোধ হলে তার দাবীর সত্যতা প্রমাণিত হয়। চন্দনা বাউরির দাবি ওই রাস্তা সংস্কারের কাজ তো শাসক দলের প্রশাসনের করা উচিত। কারখানার জন্য কয়েক শো মিটার ভাঙতে পারে। তাহলে বাকি ৫ কিমি রাস্তা বেহাল হল কি ভাবে? এই প্রশ্নের উত্তর তৃণমূল নেতাদের।কাছে।এই প্রশ্নের উত্তর দাবী করেছেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরী। এদিনের বিক্ষোভের কারন সম্পর্কে তার অভিমত , মানিক মাজি এবার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তৃনমূলের নেতা হলেই তোলাবাজি করতে হবে। তাই ওই কারখানা থেকে তোলা তোলার জন্যই এদিন রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন।
এদিন সকাল থেকেই কারখানার গেটের সামনে মানিক মাজির নেতৃত্বে অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। কারখানার গেটে কাউকে প্রবেশ করতে বা কারখানা থেকে বেরোতে দেননি। ফলে গেটের সামনে আটকে পড়ে কাজে যোগ দিতে আসা শ্রমিক এবং পণ্যবাহী গাড়ি গুলি । রাস্তার বেহাল দশা সৃষ্টির জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করেছেন আন্দোলনকারীরা । এবিষয়ে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মৃণাল মল্লিক বলেন, বর্ষার জন্য এই রাস্তার বেহাল দশা হয়েছে। তবে তারা যতটা রাস্তা ব্যবহার করেন তার অনেক বেশি অংশ দ্রুততার সাথে সংস্কার করবেন ।