কলকাতায় জাতীয় দাবায় সর্বকনিষ্ঠ দাবাড়ু ত্রিপুরার অয়নজিতের চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর।। চমক দিলো আসরের খুদে দাবাড়ু ত্রিপুরার মেট্রিক্স চেস আকাদেমির অয়নজিৎ নাগ। শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ৪ বছর বয়সী ওই দাবাড়ু শনিবার পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডে জয় পেয়ে কার্যত চমক দিলো। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-‌৭ দাবা প্রতিযোগিতায়। সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে হচ্ছে আসর। সহযোগিতায় দাবা ফেডারেশন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে আসরে অংশ নেয় যদু নাগ এবং অর্পিতা চৌধুরির একমাত্র ছেলে অয়নজিৎ। প্রথম ৪ রাউন্ডে লড়াই করে পরাজিত হওয়ার পর শনিবার সকালে স্বাগতিক পশ্চিম বাংলা এবং বিকেলে পাঞ্জাবের দাবাড়ুকে হারিয়ে দেয় প্রায় ২ ঘন্টা ধরে খেলে। মেট্রিক্স চেস আকাদেমির বাকি ৩ দাবাড়ুও এদিন জয় পায়। ৬ রাউন্ড শেষে অয়নজিৎ, কানিষ্ক চৌধুরি এবং অবন্তিকা চক্রবর্তীর পয়েন্ট ২। দিবাঙ্গী শীলের পয়েন্ট ১। রাজ্যের অন্য দাবাড়ুদের মধ্যে রোহিল সাহা এবং দেবরাজ ভট্টাচার্যর পয়েন্ট ৩ এবং শুভায়ন দাসের পয়েন্ট আড়াই। আগামীকাল সকালে সপ্তম এবং বিকেলে অষ্ঠম রাউন্ডের খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *