রবিতে দু’টি বন্দে ভারত পেতে চলেছে বাংলা, পাটনা ও রাঁচির মধ্যে আরও মসৃণ হবে যাতায়াত

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের জন্য সুখবর, রবিবার আরও দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে বাংলায়। রবিবার চতুর্থ ও পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। রবিবার হাওড়া-পাটনা ও হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ ও বিহার এবং পশ্চিমবঙ্গে ও ঝাড়খণ্ড প্রতিবেশী এই রাজ্যগুলির রাজধানী শহর কলকাতা এবং পটনা ও রাঁচির মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ এবং দ্রুতগামী করে তুলতে তাঁদের এই উদ্যোগ বলে জানিয়েছে রেল।

এত দিন হাওড়া থেকে পাটনা পৌঁছতে সর্বাধিক দ্রুতগামী ট্রেনটির সময় লাগত আট ঘণ্টা। বন্দে ভারতে মাত্র সাড়ে ছ’ঘণ্টাতেই পৌঁছনো যাবে গন্তব্যে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৫৩২ কিলোমিটারের যাত্রাপথে মোট দশটি জেলার উপর দিয়ে যাবে বন্দে ভারত। দাঁড়াবে আসানসোল এবং জসিডি স্টেশনে। বন্দে ভারতের সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা হলেও আপাতত ঘণ্টায় ৮২ কিলোমিটার গতিবেগে ছুটবে সেমি হাইস্পিড এই ট্রেনটি।
কাজের সুবাদে যাঁদের কলকাতা এবং পটনার মধ্যে নিয়মিত যাতায়াত করতে হয়, তাঁদের তো বটেই, যাঁরা বেড়াতে যান, তাঁরা দ্রুত গতি স্বাচ্ছন্দ্যের জন্য বন্দে ভারতকেই বেছে নেবেন বলে মনে করছে রেল। একইভাবে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের সৌজন্যে হাওড়া থেকে রাঁচি পৌঁছতে অথবা রাঁচি থেকে হাওড়া আসতেই সুবিধা হবে বহু যাত্রীদের। ২৪ সেপ্টেম্বর সূচনা হলেও, এই ট্রেন ২৭ সেপ্টেম্বর থেকে নিয়মিত যাত্রা শুরু করবে। ২০৮৯৮ রাঁচি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি থেকে ভোর ৫.১৫ মিনিটে ছেড়ে ওই দিন দুপুর ১২.২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। ফিরতি পথে ২০৮৯৭ হাওড়া – রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল ৩ টে ৪৫ মিনিটে ছেড়ে ওই দিন রাত ১০টা ৫০ মিনিটে রাঁচি পৌঁছাবে। যাতায়াতের পথে উভয় দিকে মুড়ি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর স্টেশনে থামবে। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন এই বন্দে ভারত এক্সপ্রেস চলবে বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর। এই ট্রেন চালু হলে ব্যবসায়ী, পর্যটক , এবং পড়ুয়ার উপকৃত হবেন এবং সংশ্লিষ্ট অঞ্চল গুলির অর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *