নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর (হি. স.) : নিউইয়র্কে ফার্মিংডেল হাইস্কুলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন । এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বৃহস্পতিবার নিউ অরেঞ্জ কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে উদ্ধারকর্মীদের সহায়তায় বাস থেকে শিক্ষার্থীদের বের করা হয়। নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড এল. ম্যাজজোনকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ফার্মিংডেল হাই স্কুলের ৪০ জন ছাত্র এবং চারজন প্রাপ্তবয়স্ক ছিল। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাজজোন বলেন, প্রাথমিক তদন্তে অনুমান বাসের সামনের টায়ার ফেইল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ফার্মিংডেল হাই স্কুলের মুখপাত্র জ্যাক মেন্ডলিঙ্গার বলেন, বাসটি ক্যাম্পের জন্য পেনসিলভানিয়ার গ্রিলির দিকে যাচ্ছিল।