সিতাই, ২১ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের উত্তর বরথর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হাসিম মিঁয়া(২৩)। তার বাড়ি সিতাই থানা এলাকার চামটায়।
জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সিতাই থানার আইসি প্রবীন প্রধানের নেতৃত্বে এসআই অমর বর্ধন পুলিশ বাহিনী নিয়ে সীমান্তের উত্তর বরথর এলাকায় হানা দেন। রাস্তায় পুলিশের গাড়ি দেখতে পেয়ে দুষ্কৃতীরা পালাতে শুরু করে। তখন পিছু ধাওয়া করে পুলিশ একজনকে ধরে ফেলে। ধৃতকে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে তাজা গুলি সহ একটি দেশি আগ্নেয়াস্ত্র। ধৃত যুবক চোরাকারবারির সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।