আপডেট: মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা, যাত্রীকে সহযাত্রীদের উত্তম মধ্যম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। তাতে সহযাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই বিমান সেবিকারা ছুটে গিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁকে আটকানো যাচ্ছিল না দেখে সহযাত্রীরা ওই যাত্রী উত্তম মধ্যম দেন। ইন্ডিগো-র ওই বিমান আগরতলায় অবতরণ করার পর তাঁকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

অন্যান্য দিনের মতই আজ ইন্ডিগো-র বিমান ৬ই-৪৫৭ যাত্রী নিয়ে গৌহাটি থেকে আগরতলা উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। কিন্তু, মাঝ আকাশে জনৈক যাত্রীর অস্বাভাবিক আচরণ সকলকেই আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। ওই বিমানের যাত্রী জিরানিয়ার বাসিন্দা বিশ্বজিৎ দেবনাথ(৪১) মাঝ আকাশে বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেন। প্রথমে বিষয়টি দেখতে পেয়ে তাঁর পাশে বসে থাকা সহযাত্রী তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্ত, তাঁকে কিছুতেই আটকানো যাচ্ছে না দেখে বিষয়টি বিমান সেবিকাদের নজরে নেওয়া হয়। তাঁরা ছুটে গিয়ে তাঁকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁকে কোনভাবেই সামলানো যাচ্ছিল না দেখে বিমানে উপস্থিত সহযাত্রীরা তাঁকে উত্তম মধ্যম দেন। এরপরই তাঁকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

পাইলট মাঝ আকাশে বিমানে ওই বিপত্তির বিষয়টি ইতিমধ্যেই এটিসি-কে অবগত করেন। ফলে, আগরতলা বিমান বন্দরে অবতরণের সাথে সাথে তাঁকে উদ্ধারের জন্য ইন্ডিগো-র কর্মীরা প্রস্তুত ছিলেন। ইন্ডিগো-র ওই বিমান আগরতলায় নিরাপদে অবতরণের পর প্রথমেই ওই যাত্রীকে উদ্ধার করে নিয়ে যান বিমান সংস্থার কর্মীরা। তবে, সহযাত্রীরা বিষয়টি নিয়ে এতটাই উত্তেজিত ছিলেন, তাঁকে বিধ্বস্ত অবস্থায় নিয়ে যাওয়ার সময়ও মারধর করতে এগিয়ে গিয়েছিলেন জনৈক যাত্রী। এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ধৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *