আগরতলা, ২১ সেপ্টেম্বর: মাঝ আকাশে বিমানের ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা করেছেন এক যাত্রী।এই ঘটনায় আতঙ্কিত সহযাত্রীরা ওই যাত্রীকে গণধোলাই দিয়েছেন। বিমান আগরতলায় অবতরণ করার পর তাকে এয়ারপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর নাম বিশ্বজিৎ দেবনাথ। ইন্ডিগোর বিমানে তিনি গৌহাটি থেকে আগরতলায় আসার পথে ওই কান্ড ঘটিয়েছেন। বিমান সংস্হার কর্মীরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।