ছয় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, ধৃত ১ 

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত দিন দিন বেড়ে চলছে। নেশাকারবারিরা নতুন পন্থা অবলম্বন করে বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী পাচার করে যাচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি সাবানের বাক্সে প্রচুর গাঁজা  উদ্ধার করেছে খোয়াই থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে থানায় খবর আসে একটি বিলাসবহুল গাড়ি গাঁজা নিয়ে আগরতলা থেকে কমলপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সেই খবরের ভিত্তিতে গাড়ির পিছনে ধাওয়া করে পুলিশ। গাঁজা পাচারকারী গাড়িটিকে ঢলাবিল চৌমুহনী সংলগ্ন এলাকায় আসামাত্র আটক করে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ছয় লক্ষাধিক টাকা হবে।

সাথে কমলপুরের বাসিন্দা সৌমিত্র কর্মকার নামে এক যুবককে আটক করা হয়েছে।