BRAKING NEWS

নিয়মিত পরিদর্শন করলেই বর্তমান পরিকাঠামোগুলির প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর : নিয়মিত পরিদর্শন করলেই বর্তমান পরিকাঠামোগুলির প্রকৃত অবস্থা সম্পর্কে অবগত হওয়া সম্ভব। আজ আগরতলা শহরের কয়েকটি সরকারি ভবন, প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।আজ মুখ্যমন্ত্রী কয়েকটি সরকারি ভবন পরিদর্শনের পাশাপাশি গোর্খাবস্তিস্থিত বহুতলবিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ স্কুলটিও পরিদর্শন করেন।

প্রথমে আজ মুখ্যমন্ত্রী আগরতলার মুক্তধারা অডিটোরিমোট পরিদর্শন করেছেন এবং পরিকাঠামোসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। তিনি অডিটোরিয়ামের পরিস্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যায়ণ বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

এরপর মুখ্যমন্ত্রী আগরতলার নজরুল কলাক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনকালে সেখানকার কিছু সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নজরুল কলাক্ষেত্রে গড়ে উঠা ন্যাশনাল স্কুল অব ড্রামা, সংগীত নাটক অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমির উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্র এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব ফিলা এন্ড টেলিভিশান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রতিষ্ঠানগুলির আধিকারিক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে অবগত হন। ত্রিপুরা সহ বিভিন্ন জায়গার ছেলেমেয়েদের কলা, সংস্কৃতি, অভিনয় এবং সংগীত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণে বিশেষ ভূমিকা নিচ্ছে এসমস্ত প্রতিষ্ঠানগুলি।

সেখান থেকে মুখ্যমন্ত্রী নরসিংগড়স্থিত ত্রিপুরা স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, শহরের বিভিন্ন সরকারি ভবনগুলি কি অবস্থায় রয়েছে তা চাক্ষুস করাই এই পরিদর্শনের উদ্দেশ্য। সেই সাথে যে সমস্ত প্রকল্পের কাজ ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে সেইসমস্ত কাজগুলি সরেজমিনে পরিদর্শন করে তার প্রকৃত অবস্থা জেনে কাজগুলিকে ত্বরান্বিত করা এই পরিদর্শনের মূল উদ্দেশ্যে বলে জানান তিনি। এক্ষেত্রে যেখানে কিছু সমস্যা দেখা গেছে তার দ্রুত সমাধানের জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া , মুখ্যমন্ত্রী আজ নরসিংগড় ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপ্লোমা কোর্সের নতুন ভবনের জন্য প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করেছেন। সেখানে উপস্থিত পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ারদের সাথে প্রকল্পের পরিকল্পনা সম্পর্কিত বিষয়ে কথা বলেন। এছাড়া ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির নবনির্মিত ভবনটিও ঘুরে দেখেন। পরিশেষে মুখ্যমন্ত্রী আগরতলার গোগাবস্থিতে বহুতলবিশিষ্ট রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ স্থলটি পরিদর্শন করেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন ,বহুতলবিশিষ্ট এই ভবনে সমস্ত সরকারি অফিসগুলিকে একই ছাদের তলায় নিয়ে আসা হবে। প্রকল্পের কাজটি প্রায় আড়াই বছরে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে গুণমান বজায় রেখে কাজটি শেষ করার জন্য নির্মাণ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *