আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশন চেকিং এর সময় জিআরপির হাতে উদ্ধার প্রায় সাড়ে ৭ কেজি স্বর্ণালংকার। সাথে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা হবে। পরবর্তী সময় তাদেরকে কাস্টমের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে, ধৃতরা শিলচর ও গুজরাটের বাসিন্দা। তাঁরা বিভিন্ন রাজ্যের জুয়েলারী দোকান স্বর্ণ বিক্রয়ের ব্যবসা করে থাকে। সেই মোতাবেক আগরতলায় বিভিন্ন জুয়েলারি দোকানে গোল্ড বিক্রয়ের জন্য এসেছিলেন। আজ তারা এই স্বর্ণগুলো নিয়ে গুহাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল আগরতলা রেলস্টেশন থেকে।