কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার চেন্নাইগামী ইন্ডিগো বিমানের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
বুধবার ভোররাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। অভিযোগ, মাঝআকাশেই মণিকন্দন নামের এক ব্যক্তি বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। আর তাতেই সহযাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক।
বিমানটি চেন্নাইয়ে পৌঁছতেই অভিযুক্তকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, এদিনই সকালে মুম্বাইগামী একটি স্পাইসজেট বিমানের জানলার কাচে চিড় ধরেছে খবর পেয়ে কোনও ঝুঁকি না নিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট।