নারী শক্তি বন্ধন বিলের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার আনন্দ উল্লাস

আগরতলা, ২০ সেপ্টেম্বর: সংসদে নারী শক্তি বন্ধন বিল পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বুধবার বিজেপি রাজ্য কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার সদস্যরা মিষ্টি মুখ করে বাজি ফাটিয়ে এই দিনটি উদযাপন করেছেন। উল্লেখ্য নারী শক্তি বন্ধন বিলের মাধ্যমে সংসদে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এই সম্পর্কে বলতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের দিকে জোর দিয়েছেন। দেশের প্রত্যেক নারীকে এগিয়ে আসতে সাহায্য করেছেন। এমনকি এবার সংসদেও নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিন। এদিন বিজেপি রাজ্য কার্যালয়ের সামনে মহিলা মোর্চার সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে উঠেন। একযোগে রাজ্যের সব মহকুমাতেও এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *