ভোপাল, ২০ সেপ্টেম্বর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার ‘মুখ্যমন্ত্রী কৃষক মিত্র যোজনা’র সূচনা করলেন। এই যোজনা কৃষকদের জন্য একটি বড় উপহার। এই যোজনার ফলে মধ্যপ্রদেশ রাজ্যের কৃষকরা স্থায়ী পাম্প সংযোগ পাবেন। এই পাম্প তাদের কৃষিকাজের ক্ষেত্রে ব্যাপক সহায়তা করবে।
বুধবার মুখ্যমন্ত্রী কুশাভাউ ঠাকরে কনভেনশন হলে এই প্রকল্পের সূচনা করেন। মধ্যপ্রদেশে কৃষকদের স্থায়ী কৃষি পাম্প সংযোগ দেওয়ার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী কৃষক মিত্র প্রকল্প’ শুরু হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে প্রকল্প চালু হওয়ার পর প্রথম একবছরে ১০ হাজার পাম্প সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এই প্রকল্পের জন্য আবেদনপত্র আজকে থেকে দেওয়া হবে। এই প্রকল্পের জন্য সকল কৃষককে অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।