আগরতলা , ২০ সেপ্টেম্বর: বুধবার সকালে ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর ঘেরাও করল রাগনা সাকাইবাড়ি এবং ভাগ্যপুরের গ্রামবাসীরা। সকাল দশটায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ঘেরাও করে তিনটি গ্রামের গ্রামবাসীরা। তারা জানায় উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডক্টর অরুণাভ চক্রবর্তী এবং জেলার দায়িত্বপ্রাপ্ত ভিডিও ডক্টর রাহুল পুরকায়স্ত ইচ্ছে করে সরকারের বদনাম করছে। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে কোটি কোটি টাকা উত্তর জেলাকে দেওয়া হলেও সেই টাকা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। মানুষের স্বার্থে এই টাকা ব্যয় না করে তা ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে বলে অভিযোগ জানিয়ে এদিন দপ্তর ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। তারা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ভিডিওর কাছে জবাব চায় কেন সরকারকে বদনাম করার জন্য মানুষকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত করে সরকারের উপর মানুষের আস্তা নষ্ট করে দেওয়ার প্রকল্প চলছে। এদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুণাভ চক্রবর্তী বলেন সরকারের নির্দেশ মতো তিনি কাজ করে চলেছেন। সরকারের নির্দেশ মানুষের স্বার্থে বিবেচিত তাই তিনিও মানুষের স্বার্থেই কাজ করে চলেছেন। যারা ওনার এবং ভিডিওর বিরুদ্ধে অভিযোগের দাবি নিয়ে আজ ঘেরাও সংগঠিত করল তারা কেউ বা কারোর প্ররোচনা বুঝতে না পেরে এই কাজ সংগঠিত করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা সঠিকভাবে ব্যয় হচ্ছে এবং তা কারোর ব্যক্তিগত স্বার্থে ব্যয় করা হচ্ছে না বলে দাবি করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঘটনায় রীতিমত উত্তপ্ত হয়ে উঠে দপ্তর। যদিও পরবর্তীকালে ঘেরাও মুক্ত হয় দপ্তর।
2023-09-20