কোহিমা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : নাগাল্যাণ্ডের কোহিমা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। একটি সুমো গাড়ি ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার কোহিমা জেলার স্টেশন গ্রামে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের ফলে সুমো গাড়ি ও ট্রাকটি পাহাড়ের নীচে পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। কোহিমার আকিং হাসপাতালে নিয়ে যাওয়ার পর আর এক জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

