আগরতলা, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া বিভিন্ন জিনিস পত্র সহ পাঁচ জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডা. কিরণ কুমার ।
পুলিশ সুপার ডা. কিরণ কুমার জানিয়েছেন,কিছু দিন যাবৎ বিভিন্ন জায়গায় থেকে চুরির অভিযোগ উঠে আসছিল।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।গতকাল গোপন সংবাদের ভিত্তি খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।লেকইচৌমুহনী বাজার থেকে রাজু কর্মকার (২৪) ও সোহেল চৌধুরী (৩৪) নামে দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি টিভি বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরও তিনজনের নাম উঠে আসে। তাঁদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন,আটককৃত পাঁচ জনের কাছ থেকে ৪ টি ল্যাপটপ, দুটি মোবাইল, একটি এলইডি টিভি, একটি বাইকের ইঞ্জিন সহ কিছু রড উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।