তিপ্রাসাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় : প্রদ্যোত

আগরতলা , ১৯ সেপ্টেম্বর : তিপ্রা মথা তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে সবসময়ই কাজ করে চলেছে। তিপ্রাসাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। কিন্তু এই দেশ এবং এই রাজ্য কোন এক সময় তিপ্রাসাদের ছিল। সামাজিক মাধ্যমে এসে দিল্লি থেকে এমনটাই দাবি করলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিম প্রদ্যোত কিশোর দেববর্মন।

তিনি বলেন যতবারই কেন্দ্রের সাথে আলোচনা হয়েছে ততবারই তিপ্রাসাদের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। ব্যক্তিগত কোন স্বার্থে আলোচনায় বসেন নি বলে জানান প্রদ্যোৎ। গ্রেটার তিপরাল্যান্ডের প্রসঙ্গে তিনি বলেন এই দাবি যাতে কেন্দ্রের সরকারের কাছে পৌঁছায় তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এক সুরে দিল্লির উদ্দেশ্যে আওয়াজ তুলতে হবে। কারণ থানসা না থাকলে কেন্দ্র কথা শুনবে না। আর থানসা না থাকাটাই তিপ্রাসাদেরদুর্বলতা সেটা এদিন স্পষ্ট করে দিলেন প্রদ্যোত। আরো বলেন দাবি পূরণ না করে ময়দান ছাড়লে জনজাতিতে ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *