শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে বড়সড় আশ্বাস দিলেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। মঙ্গলবার তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে সরকারি দফতরে সমস্ত শূন্য পদ ৬ মাসের মধ্যে পূরণ করা হবে। জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে উপ-রাজ্যপাল বলেছেন, “আমি এখানে ঘোষণা করছি, বিভিন্ন সরকারি দফতরের সমস্ত শূন্য পদ আগামী ৬ মাসের মধ্যে যথাযথ নিয়োগ অভিযানের মাধ্যমে পূরণ করা হবে।”
উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, “দরিদ্র মানুষের সন্তানেরও অফিসার হওয়ার অধিকার রয়েছে।” জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক দলগুলিকে কটাক্ষ করে উপ-রাজ্যপাল বলেছেন, “কিছু দল রাষ্ট্রীয় কোষাগার লুট করেছে, বিদেশে বিশাল ভিলা তৈরি করেছে এবং জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে।”