হিসার, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : বাস সংকটে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হরিয়ানার সুলখানি গ্রামের বাসস্ট্যান্ডে বাস থামিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বাস থামিয়ে শিক্ষার্থীরা স্লোগান দেন এবং প্রশাসনের বিরুদ্ধে বাসের সংকট পূরণ না করার অভিযোগ তোলেন।
জানা গেছে,সোমবার সকালে রোডওয়েজের বাসটি স্কুল-কলেজে পড়ুয়া যাত্রী ও শিক্ষার্থীদের নিয়ে ঘিরাই গ্রাম থেকে হিসার যাচ্ছিল। সোমবার বাসটি সুলাখনি গ্রামের বাসস্ট্যান্ডে পৌঁছালে অতিরিক্ত ভিড়ের জন্য শিক্ষার্থীরা বাসে ওঠার জায়গা পায়নি। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে বাস থামিয়ে দেয়।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, পরিবহন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও কোনও সুরাহা হয়নি। বাসে অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। বাস থামার খবর পেয়ে পুলিশ সুলখানি গ্রামে পৌঁছে শিক্ষার্থীদের কাছ থেকে সমস্যার কথা জানতে পারে।
শিক্ষার্থীরা জানান, অভিযোগ করেও তাদের সমস্যার সমাধান হচ্ছে না, তাই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রোডওয়েজ প্রশাসন অতিরিক্ত বাস না পাঠালে তারা আবারও বাস চলাচল বন্ধ করে দেবে। এরপর পুলিশ আধিকারিকদের সাথে কথা বলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।