কানপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃষ্টিতে দেওয়াল ধসে এক যুবকের মৃত্যু উত্তর প্রদেশে । সোমবার কানপুরের চৌবেপুর থানার বড়ুয়া খুর্দ গ্রামে সোমবার সকালে প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে মৃত্যু হয় ওই যুবকের । খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
চৌবেপুর থানার দায়িত্ব প্রাপ্ত ইন্সপেক্টর সঞ্জয় সিং জানান, বড়ুয়া খুর্দ গ্রামের বাসিন্দা অমরেশ ত্রিবেদী (২১) মাটির বাড়িতে থাকতেন। সকালে প্রবল বৃষ্টিতে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণ বাঁচাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের সদস্যদের আবেদন নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া ।