পূর্ব পিলাক ভিলেজ সেন্টারে টাইলস বসানোর কাজ নিন্মমানের বলে অভিযো

আগরতলা,১৬ সেপ্টেম্বর:   পূর্ব পিলাক ভিলেজ সেন্টারে টাইলস বসানোর কাজ নিন্মমানের বলে অভিযোগ ভিলেজের সদস্যদের। 

ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাক ভিলেজসেন্টারের উন্নয়ন প্রকল্পে সেন্টারের অফিসকক্ষে টাইলস বসানোর জন্য অর্থবরাদ্ধকরাহয়।  কিন্তু টাইলস বসানোর কাজ শুরু হলে কাজের গুনগতমাননিয়ে প্রশ্নকরছে সকলে।  সকলের অভিযোগ এই কাজটি নিম্নমানের করাহচ্ছে।  পুরানো ফ্লোরে কোনোপ্রকার সেভিংস ছারা বালি ব্যাবহার নাকরেই কোনোপ্রকারের টাইলস বসানোহচ্ছে। 

 এছাড়া সকলে জানান  ভিলেজ সেন্টারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মনিটারিং কমিটি এইকাজের ব্যাপারে কিছুই জানেননা।  এইকাজের দায়িত্বে ভিলেজ সেন্টারের বিগতদিনে সেক্রেটারির দায়িত্বে থাকা কিরন ত্রিপুরা রয়েছেন বলে জানাযায়।  নিম্নমানের কাজের ফলে সকলে মিলে কাজ বন্ধরাখার সিদ্ধান্ত নিয়েছেন।  সকলে চাইছে গুনগত মান বজায় রেখে এইকাজ করাহোক।  এছারা দেখাযায় একজন জি আর এস দিয়ে চলছে এই ভিলেজ কার্যালয়।  ভিলেজ কার্যালয়ে কর্মরত কর্মীরা সঠিকভাবে আসেননা বলেও অভিযোগরয়েছে যার সত্যতা আজ দেখাগেলো। এখন দেখার বিষয় কাজের গুনগত মান বজায় রাখতে ও ভিলেজসেন্টারে সকল লোকজনদের সঠিকপরিষেবা প্রদানে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *