ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। অংশ নিলেন মাত্র ১ জন ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের দলবদলে। শনিবার মৌচাকের প্রমজিৎ ঘোষ দলবদল করে সই করেন বি সি সি-তে। শুক্রবার দলবদলে অংশ নিয়েচিলেন ২ জন ক্রিকেটার। চলমানের রাজীব সাহা (জুনিয়র) সই করেন পোলস্টারে এবং হার্ভের সমীর দেববর্মা সই করেছিলেন ইউ বি এস টি-তে। এখন পর্যন্ত ১২৮ জন ক্রিকেটার দলবদলে অংশ নেন। ২০ সেপ্টেম্বর দলবদলের শেষ দিন। দি যত ফুরিয়ে আসছে ততই ক্রিকেটাররা টি সি এ মুখি কম হচ্ছেন। আজ ছুটির দিনে দলবদল হবে না।
2023-09-16