ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ভাইটাল ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে গ্রুপ লিগের শীর্ষে থাকা দুই দল ফরোয়ার্ড ক্লাব এবং রামকৃষ্ণ ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৫ ম্যাচ খেলে ২ দলই ১১ পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করে নিয়েছে। লিগে শীর্ষ স্থান দখলের দৌড়ে টিকে থাকতে আজ মাঠে নামবে দু-দলই । শনিবার দু-দলই শেষ প্রস্তুতি সেরে নেয় দুদলের ফুটবলাররা। বড় ম্যাচে মাঠে নামার আগে দু-দলই সতর্ক। দু-দলই চাইছে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে। এ ম্যাচ মূলত লড়াই গুরু এবং শিষ্যর মধ্যে। গুরু সুভাষ বোস-এর দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত শিষ্য কৌশিক রায়ের ছেলেরা। এদিন সকালে অনুশীলন শেষে ফরোয়ার্ড কোচ সুভাষ বোস বলেন, “আসরে যে কয়টা শক্তিশালী দল রয়েছে এর মধ্যে রামকৃষ্ণ একটা। ফলে আমাদের বাড়তি সতর্ক নিয়ে মাঠে নামতে হবে। তবে লক্ষ্য থাকবে একটাই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। তা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে”। ফরোয়ার্ডকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত রামকৃষ্ণ ক্লাব। কোচ কৌশিক রায় বলেন, “বিপক্ষ দলের খেলোয়ারদের এক ইঞ্চি জায়গা দিলে পুরো নিতে চাইবে। তাই যথেস্ট সতর্ক হয়ে মাঠে নামতে হবে আমাদের। লক্ষ্য থাকবে ফরোয়ার্ড ক্লাবকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং ম্যাচ থেকে পয়েন্ট তোলার”। ফুটবলপ্রেমীরাও আজ ভালো ম্যাচ দেখা নিয়ে আশাবাদী।
2023-09-16