ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে জেলাভিত্তিক মেধা অন্বেষণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আজ ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে জেলাভিত্তিক মেধা অন্বেষণ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, মেধা অন্বেষণ কমিটির ডিস্ট্রিক্ট কনভেনার তথা বিবিআই এর প্রিন্সিপাল রঞ্জু শর্মা এবং আগরতলা থেকে আগত রাজ্য কনভেনার মনোজ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী।

উদ্বোধক বিশ্ববন্ধু সেন উপস্থিত ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পেয়ে চলেছে তাতে বৃক্ষরোপণ প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরী, না হলে গাছগুলি আমাদেরকে প্রয়োজনীয় অক্সিজেন দিতে পারবে না তাতে মানব জীবনের ধ্বংস অবশ্যম্ভাবী হয়ে পড়বে। দিনে দিনে বন ধ্বংস করার ফলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। তাই প্রতিটি মানুষের প্রয়োজন একটি করে বৃক্ষ রোপন করা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। মেধা অন্বেষা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন সামাজিক মানসিক এবং আর্থিকভাবে সাহায্যের জন্য বর্তমানে মেধা অন্বেষা কমিটি হাত বাড়িয়ে দিয়েছে। আগে এই ধরনের কোন সুযোগ ছিল না।

এখন যেহেতু এই সুযোগ প্রদান করা হয়েছে তাই প্রতিটি ছাত্রছাত্রীর এই সুযোগকে কাজে লাগানো দরকার। আগে যখন এই সুযোগ ছিল না তখন বহু কষ্ট করে যারা সামাজিক এবং আর্থিক অনটনের মধ্যে ছিল তাদেরকে বড় হতে হয়েছে। এখন যেহেতু সুযোগ এসেছে তাকে নষ্ট না করার জন্য প্রতিটি ছাত্রছাত্রীর প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী সবাইকে সাইবার ক্রাইমের খপ্পরে যাতে না পড়ে তার জন্য বিভিন্ন উদাহরণ তুলে ধরে উপদেশ দেন। কারণ, এইসব ব্যাপারে পুলিশ মামলা গ্রহণ করে তারপর কোর্টে যায় দিনের পর দিন মামলা চলতে থাকে। কোন ধরনের লাভ হওয়ার সম্ভাবনা কম থাকে। ইদানিং একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এই ধরনের ফাঁদে পা দিয়ে ৩৩ লক্ষ টাকা খুইয়েছেন। তাই কোন ধরনের অজানা কল রিসিভ না করতে এবং ওটিপি শেয়ার না করতে পরামর্শ দেন। স্টেট কনভেনার মনোজ রায় বলেন ২০১৮ সাল থেকে এই কমিটি কাজ করে চলেছে। এই কমিটির যে সুযোগ সুবিধা গুলো প্রদান করা হচ্ছে তা যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে গ্রহণ করে।