ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-১৩ দাবা প্রতিযোগিতা শুরু ১৪ অক্টোবর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে হবে আসর। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে প্রতিযোগিতা। আসরে অং নিতে ইচ্ছুক দাবাড়ুদের ১৩ অক্টোবরের মধ্যে এন্ট্রি জমা দিতে বলা হয়েছে। এন্ট্রি ফি ৫০০ টাকা। আসরের দুই বিভাগে প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু জাতীয় অনূর্ধ্ব-১৩ দাবায় খেলার সুওযগ পাবে।তেলেঙ্গানায় ২৮ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত হবে জাতীয় আসর।
2023-09-14