ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। লিগ কমিটির জরুরি বৈঠক শুক্রবার। ত্রিবেণী এবং রামকৃষ্ণ ম্যাচ নিয়ে। ওই ম্যাচে রেফারি নিগ্রহের বিষয় নিয়ে হবে সভা। জানালেন লিগ কমিটির সচিব তপন সাহা। আগামীকাল সন্ধ্যা ৬ টায় রাজ্য ফুটবল সংস্থার অফিসবাড়িতে হবে ওই বেঠক। গেলো বুধবার রামকৃষ্ণ এবং ত্রিবেণীর বিরুদ্ধে ম্যাচে একটি সিদ্ধান্তকে নিয়ে প্রকাশ্যে রেফারি টিঙ্কু দে-কে নিগৃহিত করেন ত্রিবেণীর ফুটবলাররা। পাল্টা কিল ঘুষি মারেন রেফারিও। এনিয়েই হবে সভা। প্রসঙ্গক্রমে অন্যান্য বিষয় নিয়েও কথা হতে পারে এই বৈঠকে।
2023-09-14

