সেই বিতর্কিত সুপার ম্যাচ এখন ইতিহাসআজ ফের জুয়েলস, এগিয়ে চলো মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। প্রায় ২৫০ দিন আগের কথা। সেই বিতর্কিত সুপার ফোরের ম্যাচ। এগিয়ে চলো সংঘ বনাম জুয়েলস এসোসিয়েশনের ম্যাচ। ‌ লীগ রুলস লংঘন করা নিয়ে অভিযোগ। শেষ পর্যন্ত তা গড়ায় আদালতের দরজায়। সদ্য রায় বেরিয়েছে। এখন পুরোটাই ইতিহাস। প্রায় আট মাস পর ফের এগিয়ে চলো সংঘ ও জুয়েলস এসোসিয়েশন পরস্পরের মুখোমুখি হচ্ছে। যদিও এটি লিগ পর্যায়ের ম্যাচ। তবুও ফ্ল্যাশব্যাকে সেই পড়ন্ত বিকেলে ট্রফি মাঠে এনেও অনিবার্য কারণে তা পুনরায় টিএফএ অফিসে ফিরিয়ে নিয়ে যাওয়ার দৃশ্যটা অনেকের চোখেই ভাসছে। আজ চিত্রটা অবশ্যই অন্যরকম।
আত্মবিশ্বাসী এগিয়ে চলো সঙ্ঘের মুখোমুখি আগামীকাল হবে জুয়েলস অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল দুপুর ৩ টায় শুরু হবে ম্যাচটি। আপাতত ৪ ম্যাচ খেলে এগিয়ে চলোর পয়েন্ট ১০ এবং ১ ম্যাচ বেশী খেলে জুয়েলসের পয়েন্ট ৬। লিগের শুরুতে ছন্দে না থাকলেও আসর যত এগুচ্ছে ততই ছন্দ ফিরে পাচ্ছেন পুরি প্রসাদ দেববর্মা-‌র জুয়েলসের ফুটবলাররা। যা লড়াই করার মানসিকতা বাড়িয়ে দিয়েছে ‌নীল-‌সাদা দলের ফুটবলারদের। তারপরও আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে কর্ণেন্দু দেববর্মা-‌র এগিয়ে চলো সঙ্ঘ। গেলোবারের দ্বিমুকুট জয়ী এগিয়ে চলো সঙ্ঘ চাইছে আজ জয় পেয়ে লিগের শীর্ষ স্থানে পৌঁছে যেতে। তা মাথায় রেখেই নিজের সেরা অস্ত্রদের বৃহস্পতিবার শান দিয়ে নেন সদ্য শিল্ড জয়ী দলের কোচ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শেষে এগিয়ে চলো কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন, “লিগে যে কয়টা শক্তিশালী দল খেলছে তাদের মধ্যে জুয়েলস একটি। তাই আমাদের সতর্ক হয়েই মাঠে নামতে হবে। আমাদের লক্ষ্য একটাই, পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। তা মাথায় রেখেই মাঠে নামবে ছেলেরা”। এগিয়ে চলোকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জুয়েলস। কোচ পুরিপ্রসাদ দেববর্মার কথায় তা স্পষ্ট। সুপারের দৌড়ে টিকে থাকতে হলে এগিয়ে চলোকে হারাতেই হবে তা দলীয় ফুটবলারদের বোঝাতে ভুল করেননি জুয়েলস কোচ। ‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *