রাজ্যভিত্তিক স্কুলস্তরীয় সাঁতারেনতুন রেকর্ড সানমন ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যভিত্তিক স্কুল স্তরীয় সাঁতার প্রতিযোগিতা চলছে। আগামীকাল তা শেষ হবে। তবে ইতোমধ্যে নতুন রেকর্ড গড়ে নিয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারু সানমান ত্রিপুরা। ১০০ মিটার ফ্রি স্টাইলে সানমান ০:৫৮:৭৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছে। সামগ্রিক প্রতিযোগিতায় বিশেষ করে অনূর্ধ্ব ১৪ বালকদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে মেঘরাজ দত্ত, বয়ার জমাতিয়া, অভয় বর্মন; বালিকা বিভাগে নিশা সিনহা, অক্সরা সরকার, কোয়েল দেবনাথ; অনূর্ধ্ব ১৭ বছর বালক বিভাগে জন জমাতিয়া, রাকিব হোসেন বাবু, ইমরান হোসেন; বালিকা বিভাগে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে গীতা দেবনাথ, সাকিনা আক্তার, পূজা দাস; অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে রণবীর দাস, অনীক কর্মকার, অগ্রজিত দাস; বালিকা বিভাগে আসমা দেববর্মা, মহিমা সেন, অন্বেষা ভৌমিক; অনূর্ধ্ব১৪ বালক বিভাগে বয়ার জমাতিয়া, স্নেহাংশু সাহা, মৃগাঙ্কুর দাস; বালিকা বিভাগে রাখি নোয়াতিয়া, অদিতা দত্ত, রিয়াংশি লোধ; অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে সাকিব উদ্দিন, ম্যাটম দেববর্মা, সুশান্ত জমাতিয়া; অনূর্ধ্ব১৪ বালকদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে মেঘনীল দত্ত বিশ্বাস, অরিত্র দত্ত, পূর্ণেন্দু চক্রবর্তী, অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে তাজ উদ্দিন, জন জমাতিয়া, পুলক দাস; অনূর্ধ্ব ১৭ বালকদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে শাকিব উদ্দিন, রাজদীপ ভৌমিক, রাজু দাস, বালিকা বিভাগে রিয়া দেবনাথ, সুমনা বেগম, অন্বেষা দাস; অনূর্ধ্ব ১৯ ১০০ মিটার ব্যাক স্ট্রোকে রিয়াজ ত্রিপুরা, খামাং জমাতিয়া, রিয়াজ খাদিম, অনূর্ধ্ব ১৪ বালকদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে প্রকাশ সিংহ, মেঘ নীল দত্ত বিশ্বাস, তনবির আলম, বালিকা বিভাগে সুপ্রিয়া নম দাস, পূর্ণিমা দাস, আদ্রিতা দত্ত; অনূর্ধ্ব ১৭ বালিকাদের ২০০ মিটার ফ্রিস্টাইলে শাকিরা আক্তার, নিষ্ঠা চক্রবর্তী, সুমনা বেগম, অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে ঠাকুরচান দাস, অনীক কর্মকার, দিলওয়ার মিয়া, অনূর্ধ্ব১৪ বালকদের ১০০ মিটার ব্যাক স্ট্রোকে প্রকাশ সিংহ, অভয় বর্মন, অমিত সূত্রধর; অনূর্ধ্ব১৪ বালকদের ২০০ মিটার ফ্রিস্টাইলে প্রকাশ সিংহ, দেবাশীষ মোদক, মেঘনীল দত্ত বিশ্বাস, বালিকা বিভাগে সুপ্রিয়া নম দাস, শ্রেয়াংশী দাস, অনিন্দিতা সরকার, ১৭ বছর বালক বিভাগে তাজ উদ্দিন, রাকিব হোসেন বাবু, পুলক দাস; অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে গীতা দেবনাথ, অন্বেষা দাস, পূজা দাস; অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে রণবীর দাস , অর্ঘজিৎ দাস, রিয়াজ খাদিম; অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে অন্বেষা ভৌমিক মহিমা সেন, পূরবী ত্রিপুরা; অনূর্ধ্ব১৪ বালক বিভাগে নরেন সূত্রধর , স্নেহাংশু সাহা, বয়ার জমাতিয়া; বালিকা বিভাগে অদ্রিজা দত্ত, রাখি নোয়াতিয়া, কোয়েল দেবনাথ; অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে সাকিব উদ্দিন, মেটম দেববর্মা, সুশান্ত জমাতিয়া; অনূর্ধ্ব১৪ বালকদের ১০০ মিটার ফ্রি স্টাইলে মেঘরাজ দত্ত, দেবাশীষ মোদক, অপূর্ব দাস; বালিকা বিভাগে সুপ্রিয়া নম দাস, পূর্ণিমা দাস, অক্সরা সরকার; ১৭ বছর বালক বিভাগে সনমন ত্রিপুরা, ইমরান হোসেন, রাজদীপ ভৌমিক; ১৭ বছর বালিকা বিভাগে ১০০ মিটার ফ্রিস্টাইলে শাকিরা আক্তার, সুমনা বেগম, তানিয়া দেব; ১৯ বছর বালক বিভাগে রিয়াজ ত্রিপুরা, ঠাকুর চানদাস, দিলওয়ার মিয়া; বালিকা বিভাগের আসমা দেববর্মা, মহিমা সেন, অস্মিতা রিয়াং যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *