সনাতন ধর্মের উপর আঘাত আসছে : মন্ত্রী রতন লাল নাথ

শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪২তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন ও ভক্তাবাসের দ্বারোদঘাটন 

আগরতলা, ১৪ সেপ্টেম্বর :সনাতন ধর্মের উপর আঘাত আসছে। আজ শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪২তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ভক্তাবাসের দ্বারোদঘাটনে একথা বলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, শ্রী শ্রী মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি শ্রীধাম নবদ্বীপস্থিত মহানাম মঠের মঠাধ্যক্ষ শ্রীমৎ জগৎতারণ দাস ব্রহ্মচারী মহারাজের মঙ্গলাচরণের মাধ্যমে দ্বারোদঘাটন  হয়েছে মহানাম ভক্তাবাসের।

এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনারস থেকে আগত পদ্মশ্রী পুরষ্কার প্রাপক ১২৮ বছর বয়সী স্বামী শিবানন্দ মহারাজ, বাংলাদেশে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, ভারতে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী, বাংলাদেশে মহানাম সম্প্রদায়ের সম্পাদক ডা: নিকুঞ্জনবন্ধু ব্রহ্মচারী এবং ভারতে মহানাম সম্প্রদায়ের সম্পাদক শ্রীমৎ বন্ধুগৌরব ব্রহ্মচারী সহ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত ও অন্যান্যরা।

নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমরা রায় স্বাগত ভাষণে বলেন, ১৯৮২ সালে ডা: মহানামব্রত ব্রহ্মচারী এই আশ্রমের প্রতিষ্ঠা করেছিলেন। ২০১০ সালে এই আশ্রমকে নবকলবরে প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই সময় থেকে প্রতি বছর মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করা হচ্ছে। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে সমাজ সেবামূলক কর্মকান্ডের উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনার প্রকোপের সময় দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  

এদিন ভারতে মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী ভাষণে বলেন, প্রভু জগদ্বন্ধু সুন্দরের আর্শীবাদ সকলের উপর বর্ষিত হোক। তিনি দাবি করেন, সারা বছর মানুষের সেবা করে আমরা কৃতার্থ হই। তেমনি সর্বদাই আমরা মানুষের সেবাই নিয়োজিত থাকতে চাই।

এদিন অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সনাতন ধর্মের উপর আঘাত আসছে। সনাতন ধর্ম কোনো জাতি ও ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। সনাতন শব্দের অর্থ হল চিরস্থায়ী। পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ ও সম্প্রতির জন্য সনাতন ধর্ম।

সাথে তিনি যোগ করেন,  বিশ্ব দরবারে সনাতন হিন্দু ধর্মের মশাল ধারক হিসেবে ডা. মহানামব্রত ব্রহ্মচারী পরিচিত। স্বামী বিবেকানন্দের পর তিনিই দ্বিতীয় ব্যক্তি চিকাগোতে ভাষণ রেখেছিলেন।

রতন লাল নাথের কথায়,  সনাতন ধর্মের প্রকৃতপক্ষে মূল ভিত্তি মানব ধর্ম। এই ধর্মে বিনাশ নেই। নেই কোন বিভাজন। সনাতন ধর্মের সকল নীতি ও আর্দশকে গ্রহণ করেই হিন্দু ধর্ম নিজেকে সমৃদ্ধ করেছে। তাই হিন্দু ধর্মের অনুসারীগণ নিজেদের সনাতনী বলে আখ্যায়িত করেন। পাশাপাশি তিনি বলেন, রক্তদান মহৎ দান। মানুষের সেবা করাই আসল ধর্ম। 

এদিন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ডা: সঞ্জয় নাথ বলেন, কারোর অনিষ্ঠ করবেন না। সাধ্যমতে সাহায্য করুন, ধর্ম আমাদের তাই শিখিয়েছে। এদিন ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে, শ্রী শ্রী মহানাম অঙ্গনের মঠাধ্যক্ষ শ্রীমৎ সমাধীবন্ধু ব্রহ্মচারী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩২ জন রক্তদান করেছেন।