জল নিষ্কাশনের ড্রেইনে মাটি ভরাটের ফলে ধানের ফসল বিনষ্ট

আগরতলা , ১৪ সেপ্টেম্বর : জল নিষ্কাশনের ড্রেইনে মাটি ভরাটের ফলে ধানের ফসল বিনষ্ট। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ক্ষতির কথা তুলে ধরলো ধর্মনগর পূর্ব হুরুয়ার এক ক্ষতিগ্রস্থ কৃষক।

জানা যায় ,ধর্মনগর পূর্ব হুরুয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সীতেষ দাস। বৃহস্পতিবার তার ধানের ক্ষেতের ফসল বিনষ্ট হওয়ার চিত্র তুলে ধরতে গিয়ে জানিয়েছেন যে পূর্ব হুরুয়া রাস্তার পাশের জমিতে সে দীর্ঘ বছর থেকে চাষাবাদ করে আসছে। কিন্তু এবছর ধান গাছ লাগানোর পর জলনিস্কাশনের অভাবে ক্ষেতের ফসলে পচন ধরেছে।
কেননা জল নিষ্কাশনের একমাত্র ড্রেইনটিতে পার্শ্ববর্তী জায়গার মালিক মিনতি নাথ মাটি- ভরাট করে বন্ধ করে দিয়েছেন। অথচ এই জল নিষ্কাশনের ড্রেইনটি স্থানীয় পঞ্চায়েতের অধীনে রয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে কয়েক মাস আগেও পরিষ্কার করা হয়েছিল। কিন্তু বিগত ১০ দিন আগে জল নিষ্কাশনের একমাত্র পথটি পার্শ্ববর্তী মালিক মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। এমনকি ধর্মনগর থানায় অভিযোগ জানালে কর্তৃপক্ষরা একবার ঘুরে দেখেই দায়িত্ব খালাস করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *