আগরতলা,১৩ সেপ্টেম্বর : প্রকাশিত হল রাজ্যের বহু প্রতিক্ষিত জেআরবিটি গ্রুপ-সি এর ফলাফল। দীর্ঘ প্রায় আড়াই বছর আগে পরীক্ষা গ্রহণ করা হলেও ফল প্রকাশ নিয়ে তালবাহানা করছিল টিআরবিটি দপ্তর। শেষ পর্যন্ত বুধবার ফল প্রকাশ করা হল। এদিন ফল প্রকাশের পর থেকেই খুশির হাওয়া ছড়িয়ে পরে চাকুরীপ্রার্থীদের মধ্যে।
উল্লেখ্য, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পুরনের লক্ষ্যে ২০২০ সালের নভেম্বর মাসে এক বিজ্ঞপ্তি জারী করেছিল। এই অনুযায়ী জে আর বি টি এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা ২০২১ সালে। আইনি জটিলতা দেখিয়ে দীর্ঘদিন ধরে ফল প্রকাশ করছিল না দপ্তর। দীর্ঘ ২ বছর ধরে চাকুরীপ্রার্থীরা ফলাফলের দাবীতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। প্রথমে ডেপুটেশন প্রদান, পরে ধীরে ধীরে এটি আন্দোলনের রুপ নেয়। প্রতিনিয়ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বার কয়েক দেখা করেছেন। বার বার মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার জন্য চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত ফলাফলের দাবীতে বেশ কয়েকবার টিআরবিটি অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছেন, ডেপুটেশন প্রদান করেছেন। কিন্তু কোনো সদুত্তর পাচ্ছিলেন না চাকুরীপ্রার্থীরা। রাজধানীর সিটি সেন্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। শেষ পর্যন্ত দীর্ঘ বাধা বিপত্তির পর বুধবার ফলাফল প্রকাশ করা হয় জেআরবিটি এর। এদিন সর্বমোট ১৯৮০ জনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই নিজ সামাজিক মাধ্যমে সফল চাকুরীপ্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।