আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ২৪ নং ওয়ার্ডের ২৬ নং ও ২৮ নং বুথে আমার মাটি আমার দেশ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এদিন প্রত্যেক বাড়ি থেকে মাটি সংগ্রহ করেছেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন তিনি বলেন, সারা রাজ্যের বিভিন্ন বুথ ও মন্ডলের প্রত্যেকটি বাড়ি থেকে মাটি সংগ্রহ করে দিল্লির উদ্দেশ্যে পাঠানো হবে। দিল্লিতে যে অমৃত বাটিকা তৈরি হচ্ছে, সেখানে নিয়ে যাওয়া হবে এই মাটি। পরবর্তীতে এই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে।