নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত সিবিআইয়ের

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : স্কুলে নিয়োগ দুর্নীতিতে আরও এক মন্ত্রীর যুক্ত থাকার ইঙ্গিত দিল সিবিআই। মঙ্গলবার সেই বিষয়ে বিস্তারিত আদালতে জানাবে তারা ৷ সোমবার সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এমনটাই জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

এদিন সিবিআইয়ের তরফে জানানো হয়, ২০১৪ সালের নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পুরোপুরি ভাবে জড়িত। অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সচিব তাঁকে ভয় দেখানো হয়েছিল সেই তথ্য ডিলিট করার জন্য। সিবিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে।

সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘‘আজকের দিনটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসের দিন শুধু নয়, স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দিয়েছিলেন এই দিনে। বৃহত্তর মানুষ তাকিয়ে রয়েছেন আদালতের নির্দেশের দিকেই৷ তাই সিবিআই চাইছে দ্রুত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জনমানসের সামনে নিয়ে আসার।’’ এ দিন শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এই মামলা বিলম্বিত হচ্ছে ।’’

উল্লেখ্য, স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের একাধিক বিধায়ক-সহ শাসক দলের বেশ কয়েকজন ছোট বড় নেতা গ্রেফতার হয়েছেন। একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ছাড়া আর কেউ এখনও জামিন পাননি।

কয়েকদিন আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা তদন্তে সিবিআই আধিকারিকদের গা ছাড়া মনোভাবের জন্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন। পাশাপাশি আরও প্রভাবশালী যোগ থাকলেও তাদের গ্রেফতার করা যায়নি কেন, সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি।

এবার দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে আরও এক প্রভাবশালীর যোগ রয়েছে৷ অন্তত এ দিন আদালতে সিবিআইয়ের বক্তব্যের পর তেমনই মনে হচ্ছে৷ এখন দেখার মঙ্গলবার আদালতে সিবিআই কী জানায় ! সেখানে কি কোনও মন্ত্রীর নাম উল্লেখ করবে তারা ! সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *